জুমবাংলা ডেস্ক : দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের মুনাফা বেড়েছে ২২ গুণ। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৮৮ কোটি ১০ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪ কোটি টাকা।
চলতি বছরের সর্বশেষ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিকাশ। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান।
বিকাশ শুধু মাত্র সর্বশেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা করেছে ৪৯ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার টাকা। আগের বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৪৬ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা। আলোচ্য সময়েও কোম্পানিটির মুনাফা বেড়েছে।
iQoo 12 আর iQoo 12 Pro শীঘ্রই আসছে, গেমারদের জন্য থাকবে অজস্র ফিচার
২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিকাশের ৪২ কোটি টাকা লোকসান হলেও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ৪৬ কোটি টাকা। তাই ২০২২ এর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৪ কোটি ৭ লাখ টাকা ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।