বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন ডেভন কনওয়েল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসরে উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়েল। ক্রিকেট বিশ্বকাপে কনওয়ের এটা প্রথম সেঞ্চুরি। ৮৩ বলে শতরান করলেন তিনি। ১৩টি চার আর দুটি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে দাপট দেখাচ্ছেন রচিন রবীন্দ্রও।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান কনওয়ে।

চলতি বছরে ওয়ানডেতে এনিয়ে চারটি সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে। জানুয়ারিতে পাকিস্তান সফরে করাচিতে খেলেন ১০১ রানের ইনিংস। পাকিস্তান থেকে ভারত সফরেও গিয়েও সেঞ্চুরি (১৩৮) হাঁকান তিনি।

বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে গত মাসে ইংল্যান্ডে গিয়ে কার্ডিফে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন। সেই ধারাবাহিকতায় বৃহসস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকান কনওয়ে। তার ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট তাড়ায় জয়ে পথে নিউজিল্যান্ড।