ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সভায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার।
নাম পরিবর্তনের আওতায় আসা স্থাপনাগুলো হলো— শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে দুটি আবাসিক হলের জন্য নতুন নামের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হতে পারে ‘শহিদ ওসমান হাদী হল’। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘ক্যাপ্টেন সিতারা বেগম হল’।
স্থাপনার নাম পরিবর্তন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, সিন্ডিকেট সভায় প্রস্তাবটি অনুমোদন পেলেও সিনেট পুনর্গঠন সম্পন্ন না হওয়া পর্যন্ত এটি চূড়ান্তভাবে কার্যকর করা যাবে না। সিনেট গঠনের পরই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


