জুমবাংলা ডেস্ক : ঢাকা ১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। সোমবার (১৭ জুলাই) রাত পোনে নয়টার দিকে প্রাথমিক বেসরকারি এ ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার সকাল ৮টায় ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলার পর শুরু হয় গণনা। এবারে ভোট হয়েছে কাগজের ব্যালটে।
হিরো আলমের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান আরাফাতের
মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। বিএনপি এই উপনির্বাচনেও অংশ নিচ্ছে না। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ‘একতারা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।