জাহিদ ইকবাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। নাগরিক ঐক্যের নির্বাচনী প্রতীক কেটলি।

সোমবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা একটি গুণমানসম্পন্ন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়—এটাই আমাদের কামনা। বাস্তবতা শেষ পর্যন্ত কেমন হবে, তা এখনো বলা কঠিন, তবে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, নাগরিক ঐক্য একটি দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ ১২ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছে। ১২ বছর অতিক্রম করে দলটি বর্তমানে ১৩ বছরে পদার্পণ করেছে। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্য অংশগ্রহণ করেছিল।
মান্না জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের মূল রাজনৈতিক এজেন্ডা— “বদলে দাও বাংলাদেশ”। জনগণের অধিকার, সুশাসন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করাই এ এজেন্ডার মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নাগরিক ঐক্যের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকাও ঘোষণা করা হয়।
নাগরিক ঐক্যের চূড়ান্ত মনোনয়ন তালিকা
ঢাকা-১৮ ও বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না
(সভাপতি, নাগরিক ঐক্য)
রংপুর-৫: মোফাখখারুল ইসলাম নবাব
(প্রেসিডিয়াম সদস্য)
জামালপুর-৪: মোঃ কবির হাসান
(যুগ্ম সাধারণ সম্পাদক)
সিরাজগঞ্জ-১: মো. নাজমুস সাকিব
(যুগ্ম সাধারণ সম্পাদক)
পাবনা-৪: শাহনাজ রানু
(অর্থ বিষয়ক সম্পাদক)
চট্টগ্রাম-৯: স্বপন মজুমদার
(কেন্দ্রীয় কমিটি সদস্য)
চাঁদপুর-২: অধ্যাপক এনামুল হক
(কেন্দ্রীয় কমিটি সদস্য)
কুড়িগ্রাম-২: মেজর (অব.) আব্দুস সালাম
রাজশাহী-২: ডা. মোহাম্মদ সামছুল আলম
লক্ষ্মীপুর-২: মোহাম্মদ রেজাউল করিম।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে দলের কর্মসূচি বাস্তবায়ন ও জনগণের কাছে নাগরিক ঐক্যের রাজনৈতিক দর্শন তুলে ধরতে সক্রিয়ভাবে মাঠে নামবেন।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
সংবাদ সম্মেলনের শেষাংশে মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের ধারক ও বাহক হতে নাগরিক ঐক্য প্রস্তুত। আমরা জনগণের শক্তির ওপর ভর করেই সামনে এগোতে চাই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


