নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এর বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
ঢাকা-১৯ আসনে মোট কেন্দ্র আছে ২৯২টি। এরমধ্যে ২২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১৩ হাজার ৯৩০ ভোট পেয়ে প্রায় অর্ধেক ভোটে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সাইফুল ইসলাম।
এ আসনে দ্বিতীয় অবস্থানে আছেন অপর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে লড়াই করা তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ)। তিনি ২২ কেন্দ্র থেকে ৭ হাজার ৮৮৮টি ভোট পেয়েছেন। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪৮৭ ভোট।
এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারী আম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্রা ৫ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আঁশের মাহাবুবুল হাসান পেয়েছেন ৪ ভোট, গণফ্রন্ট এর নূরুল আলম পেয়েছেন এক ভোট।
ঢাকা-১৯ আসন সাভার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৩ জন। আসনটিতে সর্বমোট ভোটকেন্দ্র ২৯২টি ও ভোটকক্ষ ১ হাজার ৭০৫টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।