জুমবাংলা ডেস্ক : রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা চারজনই পুরুষ।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে খবর আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। পরে আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে
তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা, আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর হোটেলের ভেতরে তল্লাশি চালিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। আর সব মরদেহ পাওয়া যায় হোটেলটির ছয়তলায়।
ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।
তবে আগুন লাগার কারণ ও আরও হতাহত রয়েছে কি-না, সেই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।