বিনোদন ডেস্ক : এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। ‘দিন দ্য ডে’ এর সর্বোচ্চ দখলে থাকলেও বাকি ২৬ হল এ ‘সাইকো’ আর ‘পরাণ’ মুক্তি পাওয়ার খবর পাওয়া যায়। ঢাকায় সিনেপ্লেক্সগুলোর পাশাপাশি দেশের ১৩৫টি সিনেমা হলে ঈদের নতুন সিনেমার পাশাপাশি পুরোনো সিনেমাও সমান তালে চলতে দেখা গেছে।
ঢাকায় সিনেপ্লেক্সের বাইরে মধুমিতা হল, চিত্রামহল ও গীতে চলছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। অন্যদিকে, অনন্য মামুনের ‘সাইকো’ সাভারে বিলাসে চললেও পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ চলতে দেখা গেছে পুরান ঢাকার আজাদ সিনেমা হলে। অন্য সিনেমা হলে আশানুরূপ দর্শক থাকলেও আজাদ হলে তেমন দর্শক চোখে পড়েনি।
আজাদ হলের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, ডিসিতে আটজন আর রিয়েল-েএ ১৫ জন দর্শক। সিনেমা ভালো হয়েছে। তবুও কেন দর্শক ফিরছেন না তা নিয়ে হতাশ তিনিও। কোরবানির ঈদে দর্শক কম থাকলেও দ্বিতীয় সপ্তাহের দিকে তাকিয়ে আছেন তারা। কোরবানির ঈদের শাকিব খানের দর্শকও তেমন হয় না। এতে দর্শকের হাতে মোবাইল ফোন চালানোকে দায়ী করেছেন তিনি।
তার এমন কথার পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে আজাদ সিনেমার সামনে দীর্ঘ ৩০ বছর যাবৎ পান বিক্রেতা কুমার দে বলেন, এই হলে কোরবানি ঈদেও শাকিব খানের যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমা রিলিজ হয়েছিল। তাতে দর্শককে জায়গা দেওয়া যায়নি। তাহলে এখন কেন দর্শক হবে না? আসলে এই সিনেমা কোনো গ্রেডের সিনেমা হয়নি। নাটকের সিনেমা হয়েছে। এই সিনেমা ভালো হলে তো দর্শক ভিড় করত।
তিনি আরও বলেন, ‘আমি নিজেও সিনেমা প্রথম শোতে পুরো দেখেছি। ঠান্ডা সিনেমা মনে হয়েছে! এমন সিনেমা মূলত ঈদের জন্য নয়। ঈদের সিনেমায় শাকিব খানের তো একটা পকেট দর্শক আছে। তার সিনেমা ঈদে রিলিজ না হওয়ায় বরং হল মালিকরা ক্ষতির সম্মুখীন হন।’ কুমার দে এ-ও বলেন, পার্শ্ববর্তী চিত্রামহলে ‘দিন দ্য ডে’র দর্শক এর থেকে বেশি হয়েছে।’
‘দিন দ্য ডে’তে অনন্ত-বর্ষা, ‘সাইকো’তে পূজা-রোশান, আর ‘পরাণ’ এ মিম-ইয়াশ-রাজ জুটি বেঁধে কাজ করেছেন। তবে দর্শক টানতে দ্বিতীয় সপ্তাহের দিকে তাকিয়ে আছেন এখানকার হল মালিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।