জুমবাংলা ডেস্ক : বিক্ষোভকারীদের চাপের মুখে রাজধানীর বেশ কিছু ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। এমনকি বন্ধ থাকতে দেখা গেছে এটিএম বুথও।
রবিবার (৪ আগস্ট) সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা যায়, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো ও শাহজাহানপুরে বেশির ভাগ ব্যাংকের কার্যক্রম বন্ধ। আর্থিক এসব প্রতিষ্ঠানগুলোর প্রধান গেট লাগানো। ফলে সেখানে প্রবেশ করতে পারেননি সাধারণ গ্রাহকরা।
একটি ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সকালে ব্যাংক খুললেও আন্দোলন ও বিক্ষোভের মধ্যে নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়।
বুথগুলোর নিরাপত্তাকর্মী জানান, যেকোনো সময় সংঘাত বেধে গেলে অবস্থা বেগতিক হবে। এ জন্য বুথের শাটার নামিয়ে রাখার নির্দেশনা দেওয়া আছে।
‘কাছা বদমাশ গার্ল’ গানে অঞ্জলি অরোরার দুর্দান্ত ড্যান্স ভাইরাল
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অসহযোগ আন্দোলন চলছে। সব অফিস আদালত স্বাভাবিক চললে আন্দোলনের মূল প্রভাব নষ্ট হয়ে যাবে। তবে ব্যাংক বন্ধ না, লেনদেন সীমিত করার কথা বলা হয়েছে। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই হয়তো তারা বন্ধ রেখেছেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.