জুমবাংলা ডেস্ক : ঢাকার তেজগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা নাইট মার্কেট’। যেখানে থাকছে ৬০টিরও বেশি লাইফস্টাইল ব্র্যান্ড শপ, ১৫টির বেশি খাবারের শপ এবং ১০টির উপরে ইউনিক ব্র্যান্ড। নিবেদিতার আয়োজনে আলোকি কনভেনশন সেন্টারে প্রতিদিন দুপুর ২টা থেকে সেহেরী পর্যন্ত চলছে এই উৎসব। তিন দিনের আয়োজন শেষ হচ্ছে কাল অর্থাৎ ৩০ মার্চ।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্মার্ট এগ্রিকালচার ফর ফারমার্স এন্ড এন্টারপ্রেনারস এর প্রতিষ্ঠাতা আরিফা জেসমিন কণিকা, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তারকা পিয়া জান্নাতুল, দ্যা মুসলিন বাই লে মেরিডিয়ান ঢাকার প্রতিষ্ঠাতা, পরিচালক ও সিইও তাসনুভা ইসলাম, হায়া বাই সানজানার সিইও সানজানা ইয়াশনা, ভেনেতো ফার্নিচার এর সিইও ইব্রাহিম কবির, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, নদী খন্দকার, ম্যাজিক রাজিক।
নিবেদিতার কর্ণধার আনিকা ইসলাম বলেন, আমার ছোট বেলা কেটেছে চট্টগ্রামে। সেখানে তারাবীর নামাজ শেষে কেনাকাটার চল ছিল। অনেক রাত পর্যন্ত শপিং মল খোলা থাকত। ঢাকার ঈদ মার্কেটে দেখেছি ভিন্ন চিত্র। রাত ১টার মধ্যে বন্ধ হয়ে যায় বেশির ভাগ ঈদ বাজার।
রোজা রেখে সম্পন্ন করতে হয় শপিং, যা কষ্টকর। সেখান থেকেই আমার নাইট মার্কেট আয়োজনের ইচ্ছা হয়। যেখানে সারা দিন রোজার পরে ইবাদাত বন্দেগী শেষে সবাই আনন্দ উপভোগের সুযোগ পাবেন। ইফতার-রাতের খাবার-সেহেরি শেষ করে ফিরতে পারবেন বাসায়।
ঘরে থাকা আলু দিয়ে খুব সহজেই তৈরি করে নিন দারুন স্বাদের জিলাপি
পরিবারের সঙ্গে ঘুরতে আসা বাচ্চারাও যাতে উপভোগ করতে পারে, সে জন্যে আছে কিডস জোন। রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন হলে এই এক্সপো চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। দুপুর ২ টা থেকে রাত ৩ টা (সেহরি) পর্যন্ত খোলা থাকবে এই মার্কেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।