জুমবাংলা ডেস্ক : বছর ঘুরে আবারও চলে এসেছে ঈদ-উল-আজহা। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই কুরবানির ঈদ। এ উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে বসবে কুরবানির পশুর হাট। ইতোমধ্যে দুই সিটি করপোরেশন হাট বসানোর অনুমতি দিয়েছে নির্ধারিত স্থানে।
Table of Contents
ঢাকায় মোট ১৯টি কুরবানির পশুর হাট
ঢাকায় এবার কুরবানির পশুর হাট বসবে মোট ১৯টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের আগের চার দিন এবং ঈদের দিন পর্যন্ত এসব হাটে কুরবানির পশু কেনাবেচা চলবে।
তালিকা থেকে বাদ পড়েছে আফতাবনগর ও মেরাদিয়া হাট
এবার আদালতের নিষেধাজ্ঞায় ঢাকার আফতাবনগর এবং মেরাদিয়া পশুর হাট তালিকা থেকে বাদ পড়েছে। তবে গাবতলী স্থায়ী পশুর হাট যথারীতি চলবে।
ঢাকা উত্তর সিটির ১০টি পশুর হাট
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবে মোট ১০টি পশুর হাট। এর মধ্যে উল্লেখযোগ্য:
- গাবতলী স্থায়ী পশুর হাট
- বসিলা পশুর হাট
- মিরপুর পশুর হাট
- খিলক্ষেত পশুর হাট
- বাড্ডা পশুর হাট
এছাড়াও ডিএনসিসি এলাকার আরও কিছু নির্ধারিত স্থান:
- খিলক্ষেত থানাধীন ৪৩ নং ওয়ার্ড মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা
- উত্তর করপোরেশনের অন্তর্ভুক্ত খালি জায়গা
- মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা
নিরপেক্ষভাবে হাট পরিচালনা নিশ্চিত করবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে হাট পরিচালিত হবে এবং ইজারা প্রদানের ক্ষেত্রে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে।
ঢাকা দক্ষিণ সিটির ৯টি পশুর হাট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবার বসবে ৯টি কুরবানির পশুর হাট। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান:
- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা
- সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা
ডিএসসিসি এলাকায় আরও হাট বসবে যেসব স্থানে:
- পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড়ের খালি জায়গা
- দনিয়া কলেজের পূর্ব পার্শ্বের খালি জায়গা
- সনটেক মহিলা মাদরাসার পূর্ব ও পশ্চিমের খালি জায়গা
- শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গা
- ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পূর্ব পার্শ্বের খালি জায়গা
ডিএসসিসির কঠোর অবস্থান নিয়ম মেনে হাট পরিচালনায়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ৯টি হাটের প্রাথমিক টেন্ডার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের দরপত্রের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৭ মে ২০২৫ পর্যন্ত। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।