স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের শুরু থেকে টানা হেরে খাদের কিনায় উপনীত ঢাকা ক্যাপিটাল। অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে জয়ের দেখা পেল ঢাকা।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদের রেকর্ড গড়া ২৪১ রানের উদ্বোধনী জুটির কল্যাণে ২৫৪ রানের পাহাড় গড়ে ঢাকা। বিপিএলের ইতিহাসে এটাই কোনো দলের সর্বেোচ্চ রানের স্কোর।
রেকর্ড গড়া ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৫.২ ওভারে ১০৫ রানে ধ্বসিয়ে দিয়ে ১৪৯ রানের দাপুটে জয় পেয়েছে ঢাকা।
আজ লিটন-তানজিদের রেকর্ড জুটিতে দলীয় রানের রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটাল। এদিন লিটন তানজিদের জোড়া সেঞ্চুরিতে এক উইকেটে রেকর্ড ২৫৪ রান করে ঢাকা।
বিপিএলের ইতিহাসে এর আগে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর রাইডার্স। সেই ম্যাচে অ্যালেক্স হেলস ও রিলি রুশো জোড়া সেঞ্চুরি করেছিলেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার।
১০ ওভারের খেলা শেষে ঢাকার স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ গড়ে ১১৫ রান। ১৫ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ গড়ে ১৭৮ রান। আর ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান।
রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৯.৫ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দুর্বার রাজশাহী। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান ব্রুল উইকেটের এক পাশ আগলে রাখেন। তিনি ৩২ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।