ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনে সর্বনিম্ন ভাড়া যত টাকা

ঢাকা-কক্সবাজার রুট

জুমবাংলা ডেস্ক : ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া চূড়ান্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষ। আন্তনগর ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

ঢাকা-কক্সবাজার রুট

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

ভাড়ার তালিকা অনুযায়ী দেখা গেছে, ঢাকা-কক্সবাজার আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। একই ভাড়ায় কক্সবাজার থেকে ঢাকায় আসা যাবে। প্রথম শ্রেণির চেয়ারের ভাড়া ৬৭০ টাকা; প্রথম বার্থ শ্রেণির ভাড়া এক হাজার টাকা; স্নিগ্ধা শ্রেণির (এসি চেয়ার) ভাড়া ৯৬১ টাকা; এসি সিটের ভাড়া এক হাজার ১৫০ টাকা এবং এসি বার্থ শ্রেণির ভাড়া এক হাজার ৭২৫ টাকা।

ঢাকা থেকে কক্সবাজার পথে যে ট্রেন চলাচল করবে এর জন্য রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে ছয়টি নাম প্রস্তাব করেছে। এগুলো হচ্ছে প্রবাল এক্সপ্রেস, হিমছড়ি এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, ইনানী এক্সপ্রেস, লাবণী এক্সপ্রেস ও সেন্ট মার্টিন এক্সপ্রেস। এর মধ্য থেকে প্রথম ট্রেনের জন্য একটি নাম চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার আসা-যাওয়া করবে। আর প্রথম ট্রেনটি বিরতিহীন হওয়ায় এই ভাড়ার সঙ্গে ‘নন-স্টপ চার্জ’ হিসেবে আরও ১০ শতাংশ ভাড়া যুক্ত হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

জানা গেছে, ট্রেনটি পথে একমাত্র ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে থামবে। মাঝে আর কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না।

১০টি ভুল আপনাকে কখনো ধনী হতে দেবে না

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন। এরপর তিনি কক্সবাজার থেকে রামু স্টেশন পর্যন্ত তার সফরসঙ্গীদের নিয়ে ট্রেনভ্রমণ করেন।