‘ঢাকা শহর দিন দিন অপরাধের হটস্পট হয়ে উঠছে, যা অবিলম্বে রোধ করা উচিত’

ঢাকা শহর

জুমবাংলা ডেস্ক : গায়ক তাসরিফ খান, ২১ শে ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ, এই স্ট্যাটাস দেন। চিফ অ্যাডভাইজার কাছে এর কাছে অনুরোধ করে

ঢাকা শহর

তিনি মন্তব্য করেন, ঢাকা শহর দিন দিন অপরাধের হটস্পট হয়ে উঠছে, যা অবিলম্বে রোধ করা উচিত। মাননীয় চিফ অ্যাডভাইজার, সরকারের কাছে অনুরোধ, ঢাকা শহরকে দ্রুত সিসিটিভির আওতায় আনার ব্যবস্থা করুন। যদি সরকারি তহবিল না থাকে, তবে জনগণ সহযোগিতা করতে প্রস্তুত।

যদি প্রয়োজন হয়, অতীতে যেসব অবৈধ সম্পদ অর্জনকারী ফ্যাসিস্ট গোষ্ঠীর সম্পদ রয়েছে, সেগুলি জব্দ করে বিক্রি করে সেগুলো দিয়ে সিসিটিভি কেনার ব্যবস্থা করুন বা অন্য কোনো উপায়ে এটা বাস্তবায়ন করুন।

মানুষের জীবনে বদনজরের নেতিবাচক প্রভাব

আমরা সাধারণ মানুষরা জানি না, কতটা আতঙ্কে প্রতিদিন রাস্তায় বের হই। প্রোটোকল নিয়ে চলাফেরা করা আপনারা কখনো বুঝবেন না আমাদের কী পরিস্থিতি।