জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাজারে সব ধরনের মুরগির দাম বাড়লেও কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের দামে। ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত।
শুক্রবার (৩০ মে) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এই তথ্য জানা গেছে।
গত সপ্তাহের তুলনায় বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় মুরগির দামে এই ঊর্ধ্বগতি।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা স্বাধীন জানান, “বৃষ্টির কারণে পর্যাপ্ত মুরগি বাজারে আসতে পারেনি। ফলে কাপ্তানবাজারসহ বিভিন্ন পাইকারি বাজারে মুরগির দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।”
আরেক ব্যবসায়ী দিদার বলেন, “সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মুরগির দাম ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। বৃষ্টি চলতে থাকলে দাম আরও বাড়তে পারে।”
বাজার পরিদর্শনে দেখা গেছে,
ব্রয়লার মুরগি: কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকা
সোনালি মুরগি: কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ২৫০-২৬০ টাকা
লেয়ার মুরগি: কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ৩০০-৩২০ টাকা
দেশি মুরগি: বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকা কেজিতে
অন্যদিকে, গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি।
গরুর মাংস: প্রতি কেজি ৭৮০ টাকা
খাসির মাংস: প্রতি কেজি ১,২০০ টাকা
ছাগলের মাংস: প্রতি কেজি ১,১০০ টাকা
ডিমের দামে কিছুটা কমতি দেখা গেছে।
লাল ডিম: প্রতি ডজন ১২০-১২৫ টাকা
সাদা ডিম: প্রতি ডজন ১১৫-১২০ টাকা
হাঁসের ডিম: প্রতি ডজন ১৮০-২০০ টাকা
দেশি মুরগির ডিম: প্রতি ডজন ২২০ টাকা
তবে রাজধানীর বিভিন্ন এলাকাভেদে ডিমের দাম এখনও বেশি। অনেক বাজারে ডজনপ্রতি ডিম ১৩৫-১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News , Twitter(X) , Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel