জুমবাংলা ডেস্ক : ঢাকার বাসিন্দা জুবায়ের কাওলিন, একজন অ্যাস্ট্রোফটোগ্রাফার। বাংলাদেশের অ্যাস্ট্রোফটোগ্রাফির ক্ষেত্রে এক অনন্য মাইলফলক অর্জন করলেন জুবায়ের কাওলিন। সম্প্রতি নিজের হাতে তৈরি ৯০০ মিলিমিটার f8.8 ফোকাল রেশিওর টেলিস্কোপ ব্যবহার করে ঢাকার ছাদ থেকে অরিয়ন নেবুলার অসাধারণ একটি ছবি তুলেছেন।
ছবিটি তুলতে লেগেছে প্রায় ৪.৫ ঘন্টা, যেখানে আলোকদূষণের প্রভাব কমাতে তিনি ব্যবহার করেছেন একটি ডুয়েল ন্যারোব্যান্ড ফিল্টার। ছবি তোলার সময় আকাশে তার সঠিক গতি নিশ্চিত করতে তিনি ব্যবহার করেছেন iOptron CEM40G মাউন্ট এবং QHY268C কুলড অ্যাস্ট্রোনমি ক্যামেরা।
এই অসাধারণ ছবিটি বাংলাদেশি আকাশপ্রেমীদের জন্য যেমন গর্বের, তেমনি দেশীয় বিজ্ঞানচর্চার নতুন দিগন্তও উন্মোচন করে। জুবায়ের কাওলিনের এই উদ্যোগ বাংলাদেশে অ্যাস্ট্রোফটোগ্রাফির গুরুত্বকে আরও একধাপ এগিয়ে দিল।
জুবায়েরের এই অনন্য প্রচেষ্টা বাংলাদেশে অ্যাস্ট্রোফটোগ্রাফির প্রতি আগ্রহীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।