রাজধানীতে দিনদুপুরে ১২ লাখ টাকা ডা.কা.তি

ডাকাতি

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহম্মদপুরে দিনদুপুরে ১২ লাখ টাকা ডাকাতি হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মোহম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতি

এসএস এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো রাব্বি জানান, আজ সকালের দিকে নেসলের মালামাল পরিবহনের সময় মোহম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের ৩ নম্বর সড়ক এলাকায় চারটা মোটরসাইকেলে করে ৬-৭ জন যুবক আমাদের একটি কাভার্ডভ্যানের সামনে দাঁড়ায়। এ সময় দুর্বত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কাভার্ডভানের সামনের অংশ ভেঙে ফেলে। এক পর্যায়ে কাভার্ড ভ্যানের চালকের কাছে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে Vivo X200 Series স্মার্টফোন

মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার হোসেন বলেন, কয়েকজন দুর্বৃত্ত একটি কাভার্ড ভ্যানে হামলা করে কয়েক লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তের প্রক্রিয়া চলছে।