জুমবাংলা ডেস্ক : ছাত্র সমন্বয়ক, গুনিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংস্থার কর্মচারী – কর্মকর্তাদের সুপারিশে চাকরি দেয়া হয়েছে মর্মে খবরটি ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা ওয়াসা।
পাশাপাশি খবরটির তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়ে ঢাকা ওয়াসা বলেন, আউটসোর্স জনবল নিয়োগ প্রদানকারী সংস্থা ঢাকা ওয়াসা নয়। তবে আউটসোর্সিং জনবল নিয়োগ প্রদানের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়া হয়।
নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে থাকে। এক্ষেত্রে সরকারের নীতিমালা অনসরন করা হয়। ঢাকা ওয়াসা আউটসোর্সিং জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার নিয়োগ দেয়না।
আলোচ্য প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি,ডিএমডি, সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার পি এস, এপি এস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম উল্লেখ করে যে তালিকা দেখানো হয়েছে সেটা সঠিক নয় এবং বিষয়টি দুঃজনক।
সংবাদ প্রকাশিত তালিকার সাথে তাদের এবং ঢাকা ওয়াসার কোনো সম্পৃক্ততা নেই।এই জনবল নিয়োগ সরবরাহ কাজটি সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক সরবারহ করে থাকে।
সুতরাং আমরা এমন সংবাদের প্রতি তীব্র নিন্দা জানাই এবং সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আহবান জানাই ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।