জুমবাংলা ডেস্ক : ঢাকা শহর ও আশপাশের এলাকার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড হয়। এছাড়া এই সময় কুয়াশায় ছেয়ে যায় চারপাশ। রাস্তায় চলাচলরত গাড়িকেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত এতটা কুয়াশা না পড়লেও; ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে সবকিছু।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। আর এই কুয়াশার কারণে বিমান চলাচলও ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস গতকালের পূর্বাভাসে আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না : জামায়াত আমির
অপরদিকে শুক্রবারের পূর্বাভাসে সংস্থাটি বলেছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে শেষ রাত থেকে ভোরবেলা পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।