মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি থাই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও এর আগেই আগুন নিয়ন্ত্রণে নেয় কারখানা কতৃপক্ষ। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার “ঢাকা থাই অ্যালকোম্যাক্স পিএলসি” কারখানায় আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেলে আশুলিয়ার নরসিংহপুরে একটি থাই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নেয় কারখানা কতৃপক্ষ।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, কারখানায় ওয়েড়িং মেশিন দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।