ধামরাইয়ে হেলে পড়েছে ৪ তলা ভবন

Dhamrai

জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে একটি ৪ তলা ভবন পাশের অপর একটি ৬ তলা ভবনে হেলে পড়েছে। এ ঘটনায় ৪ তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবার (১১ মে) ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের ধানসিঁড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হেলে পড়া ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেন।

Dhamrai

স্থানীয়রা জানান, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের মালিকানাধীন ৪ তলা ভবনটি পাশের শামসুল হকের ৬ তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য স্থানীয়দের চোখে পড়লে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

৬ তলা ভবনের মালিক মো. শামসুল হক বলেন, বিকেলে হঠাৎ জানতে পারি আমার বিল্ডিংয়ের ওপর পাশের ৪ তলা বিল্ডিং হেলে পড়েছে। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আমার ভবনটি নিরাপদ বলে জানিয়েছে। কিন্তু ওই চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

তবে এ ব্যাপারে হেলে পড়া ভবনের মালিক জিয়াউর রহমান সিকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একটা ৪তলা বিল্ডিং পাশের ছয়তলা বিল্ডিংয়ের সাপোর্ট হয়ে আছে। পাশের ৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। আমরা ৪ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবন দুটিতে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।

পৃথিবীর কোন দেশের মানুষরা বিদেশে যেতে পারে না

এ বিষয়ে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছি। আপাতত প্রাথমিকভাবে ভবনদুটিকে পরিত্যক্ত ঘোষণা করে ভবনে বসবাসরত সকলকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভবনটি কেন হেলে পড়লো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এক্সপার্টদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।