ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দলের শিক্ষা অনুযায়ী দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে। যদি আমার পরিবারের কেউ দুর্নীতি করে, তাকে পুলিশে ধরিয়ে দিন, আমাকে জিজ্ঞেস করতে হবে না।”

মঙ্গলবার বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরও বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। কেউ যখন দুর্নীতি করে, তখন সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। এই মাটিতে কোনো ধরনের দুর্নীতি হবে না।”
তিনি প্রতিশ্রুতি দেন, তার ধর্ম হলো সৎপথে চলা, আল্লাহকে ভয় করা এবং মানুষের পাশে থাকা। এছাড়া তিনি জনগণকে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
শামা ওবায়েদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমার সঙ্গে আপনার নির্বাচনের সম্পর্ক নয়; আমাদের সম্পর্ক হলো আত্মা ও হৃদয়ের। আল্লাহর কাছে দোয়া করুন, যাতে আমি আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা ভোট দিলে আমি কাজের সুযোগ পাব।”
তিনি জানান, ধানের শীষ গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

