বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ!

dhanush

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ বিয়ে করতে যাচ্ছেন। কনের নাম মীনা। সম্প্রতি দক্ষিণী সিনেমার অভিনেতা বেইলভান রঙ্গনাথনের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাতকারে একটি এপিসোডে এ তথ্য জানানো হয়েছে।

dhanush

মীনা আগেও বিবাহিত ছিলেন। তার স্বামী ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়া ঐশ্বরিয়ার সঙ্গে বিয়েবিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ধানুশ। এ বছরের জুলাই মাসে মীনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া গ্লিটজ।

এসব তথ্য উল্লেখ করে অভিনেতা রঙ্গনাথন বলেন— “ধানুশ এবং মীনা চাইলেই বিয়ে করতে পারেন। একজন ডিভোর্সি, অপরজন বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তা ছাড়া দু’জনে একা আছেন। বিয়ে করলে তো ভালোই হয়।”

গত বছরের শেষ লগ্নে মীনার দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল, তার স্বামীর কোনো বন্ধুকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। কিন্তু এসব গুজব উড়িয়ে দেন নায়িকা।

মীনা বলেছিলেন, “আমি এখনো স্বামীর মৃত্যুর শোক সামলে উঠতে পারিনি। এসব গসিপ বন্ধ করুন। আমাদের একা থাকতে দিন।”

তবে ধানুশের সঙ্গে বিয়ের জল্পনা শুরুর পর নীরব মীনা। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন ধানুশ।

গত বছরের ১৭ জানুয়ারি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ডিভোর্সের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ধানুশ লেখেন, “১৮ বছর একসঙ্গে বন্ধু, দম্পতি, মা-বাবা ও শুভাকাঙ্ক্ষী হয়ে ছিলাম। উন্নতি, পরস্পরের প্রতি বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আয়ত্ত্ব করার একটা জার্নি ছিল। আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। ঐশ্বরিয়া ও আমি দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য সময় নিচ্ছি।”

পাশাপাশি তাদের এই সিদ্ধান্তটিকে সম্মান জানানোর জন্য সবাইকে অনুরোধ করেন “মারি” সিনেমাখ্যাত এই অভিনেতা।

অপরদিকে, একই বিবৃতি পোস্ট করেন ঐশ্বরিয়া রজনীকান্ত। বিবৃতিতে তিনি নিজের নাম ঐশ্বরিয়া রজনীকান্ত লিখেছেন। ক্যাপশনে রজনীকান্ত কন্যা লিখেছেন, “কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। শুধু আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের ভালোবাসা প্রয়োজন।”