বিনোদন ডেস্ক : তখন তিনি ‘তারকা’ নন। নেহাতই আনকোরা। অভিনয়ের অ-আ-ক-খ বুঝতে শুরু করেছেন। ক্যারিয়ারের এমনই সময় চরম অপমানিত হতে হয়েছে তাকে।
প্রায় দু’দশক আগের কথা। ‘কাধাল কোনেদিন’ ছবির শ্যুট করছিলেন ধানুষ। বয়স তখন মেরেকেটে উনিশ-বিশ। চেহারা নিয়ে নানা কটূক্তির শিকার হয়েছিলেন অভিনেতা। সহকর্মীরাই অপমান করতেন তাকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্যুট চলাকালীন আমার কাছে জানতে চাওয়া হয় ছবির নায়ক কে। আমি কাস্টের অন্য এক সদস্যকে দেখিয়ে দিয়েছিলাম। কারণ আমি আরও অপমানিত হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু পরে ওরা সত্যিটা জানতে পারে। আমাকে দেখতে হাসাহাসি করে।’
কীভাবে রণবীরের প্রেমে পড়লেন আলিয়া, গোপন সেই কথা জানালেন নিজেইকীভাবে রণবীরের প্রেমে পড়লেন আলিয়া, গোপন সেই কথা জানালেন নিজেই
বিখ্যাত পরিচালক কস্তুরী রাজার ছেলে ধানুষ। সেই সূত্রে তারকা-সন্তান। এই তকমা যদিও তাকে কোন বাড়তি সুবিধা দেয়নি। তার কথায়, ‘ব্যঙ্গ করে বলা হয়েছিল, ‘এই অটোড্রাইভারটা নাকি নায়ক’। আমি আমার গাড়ির কাছে গিয়ে চিৎকার করে কেঁদেছিলাম। তখন বয়স অনেক কম ছিল। সংযম ছিল না।’
THE GRAY MAN action: MASSIVE
THE GRAY MAN cast: EVEN MORE MASSIVEDenny Carmichael @regejean is ready to bring new order, by any means necessary. pic.twitter.com/MqNJqH2wlw
— Netflix Tudum (@NetflixTudum) June 14, 2022
Avik San (Dhanush) is on a lethal mission. pic.twitter.com/cwhXYQKwhc
— Netflix Tudum (@NetflixTudum) June 14, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।