বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে করণ জোহরের পরিচালনায় ফেমিলি ড্রামা চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ সাত বছর পর সিনেমাটির মাধ্যমে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। আর মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। প্রশংসিত হচ্ছে করণের পরিচালনা।
সিনেমায় সকলের অভিনয়ও প্রশংসা পাচ্ছে। তবে প্রশংসার এই ফুলঝুড়িতে কিছুটা বিতর্ক টেনে এনেছে সিনেমার অন্যতম দুই চরিত্র ধর্মেন্দ্র এবং শাবানা আজমির একটি চুমুর দৃশ্য। সেই দৃশ্যে ৭২ বছর বয়সী শাবানা আজমীকে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গেছে ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রকে! দৃশ্যটি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হন ধর্মেন্দ্র এবং করণ জোহর। তবে এবার সেই দৃশ্য নিয়ে নিজের মতামত জানালেন ধর্মেন্দ্র পত্নী হেমা মালিনী।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ধর্মেন্দ্রের চুম্বন দৃশ্য নিয়ে নিজের প্রতিক্রিয়া শেয়ার করে বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনী জানিয়েছেন, দর্শকরা এটি পছন্দ করবে। সম্প্রতি একটি বই উন্মোচন ইভেন্টে অংশ নিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তাকে ধর্মেন্দ্রের চুমুর দৃশ্যটি নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, “আমি দৃশ্যটি দেখিনি। তবে আমি নিশ্চিত যে লোকেরা সিনেমাটি পছন্দ করেছে।
আমি ধর্মেন্দ্রজির জন্য খুশি, কারণ তিনি সব সময় ক্যামেরার সামনে থাকতে পছন্দ করেন। তিনি অভিনয় ভালোবাসেন।” এদিকে সিনেমাটির সাকসেস পার্টিতে সম্প্রতি হাজির ছিলেন ধর্মেন্দ্র। সেখানেইএই অভিনেতাকে দৃশ্যটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, “এটা অনেক মজার ছিল।” ধর্মেন্দ্র বলেন, “আমি দর্শকদের কাছ থেকে বিভিন্ন বার্তা পাচ্ছি এবং আমি তাদের বলেছি, এটা আমার জন্য সত্যিই সহজ।
দে’হব্য’বসা করে চালিয়েছেন পড়াশোনা, জিতেছেন সুন্দরীদের মুকুটও
আপনারা আরও কঠিন চ্যালেঞ্জ থাকলে আমাকে জানান।” করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ ছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন শাবনা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।