বিনোদন ডেস্ক : জুনের শুরুতেই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা। গ্রেপ্তারের পর থেকেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এ হত্যা মামলায়।
জানা গেছে, অভিনেত্রী পবিত্রা গৌড়ার স্বামী রেণুকাস্বামীকে হত্যার সব প্রমাণ নষ্ট করার জন্য বন্ধুর কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নিয়েছিলেন দর্শন। এ কথা স্বীকার করেছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, জিজ্ঞাসাবাদে দর্শন জানিয়েছেন খুনের প্রমাণ নষ্টের জন্য সহযোগীদের দিতে বন্ধু মোহন রাজের কাছ থেকে এই ৪০ লাখ টাকা ধার নেন তিনি। কিন্তু সেই টাকা বণ্টনের আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মরদেহ গুম করা এবং হত্যার দায় নিজের ওপরে নেওয়ারও কথা ছিল একজনের।
গত ৮ জুন হত্যা করা হয় রেণুকাস্বামীকে। ৯ জুন কামাক্ষীপালয়ার কাছের একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি— অভিনেতা দর্শন নাকি রেণুকাস্বামীর স্ত্রী অভিনেত্রী পবিত্রা গৌড়াকে মেসেজ পাঠাতেন।
এর আগেও বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন। চলতি বছরের শুরুতে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দর্শন। আর এ খবর জানার পর ভীষণভাবে চটেছিলেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে রুপালি পর্দায় পা রাখেন দর্শন। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘ম্যাজেস্টিক‘, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।