স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আর দেড় মাসও বাকি নেই। প্রত্যেকটি দলই ব্যস্ত নিজেদের দল গোছাতে, নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররাও। তবে ব্যস্ততা নেই শিখর ধাওয়ানের। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বিশ্বকাপে সেমিফাইনালে কারা খেলবে কিংবা চ্যাম্পিয়ন হবে কোন দল; এগুলো নিয়ে অনেকে ভবিষ্যদ্বাণী দিয়েছেন। ধাওয়ান জানিয়ে দিলেন, বিশ্বকাপে সেরা একাদশ গঠন করতে বললে তিনি প্রথম ৫ জন হিসেবে কাদেরকে বেছে নেবেন।
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে স্বপ্নের একাদশে ধাওয়ান বেছে নিয়েছেন দুইজন ভারতীয়কে। একজন করে খেলোয়াড় অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার।
১/ বিরাট কোহলি- বিশ্বকাপে উপস্থিতি (২০১১, ২০১৫, ২০১৯), ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিং: ৯
২০১১ বিশ্বকাপজয়ী খেলোয়াড় কোহলি ধাওয়ানের স্বপ্নের একাদশে ‘অটো সিলেকশন’। তিনি বলেন, ‘প্রথমে অবশ্যই কোহলি। তিনি বিশ্বের সবচেয়ে সেরা ব্যাটার এবং অবিশ্বাস্য রান করে আসছেন।’
২/ রোহিত শর্মা- বিশ্বকাপে উপস্থিতি (২০১৫, ২০১৯), ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিং: ১১
বিগত দুই বিশ্বকাপেই সেঞ্চুরি আছে রোহিতের। সাম্প্রতিক ফর্ম ভালো না গেলেও ধাওয়ানের একাদশে থাকছেন তিনি। ধাওয়ান তার ব্যাপারে বলেন, ‘রোহিত খুব অভিজ্ঞ খেলোয়াড়। আইসিসি টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তিনি অনেক রান করেছেন। (বড় মঞ্চে) পরীক্ষিত খেলোয়াড় তিনি।’
৩/ মিচেল স্টার্ক- বিশ্বকাপে উপস্থিতি (২০১৫, ২০১৯), ওয়ানডে বোলার র্যাঙ্কিং: ২
২৭ শিকার নিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের শীর্ষ উইকেট সংগ্রাহক মিচেল স্টার্ক। ২০২৩ বিশ্বকাপেও স্টার্ক তার প্রভাব ধরে রাখবেন বলে বিশ্বাস ধাওয়ানের। বলেন, ‘আমি মিচেল স্টার্ককে নেব কারণ (বিশ্বের) অন্যতম সেরা পেস বোলার সে।’
৪/ রশিদ খান- বিশ্বকাপ উপস্থিতি (২০১৯), ওয়ানডে বোলার র্যাঙ্কিং: ৩
২০১৯ সালে নিজের প্রথম বিশ্বকাপে মাত্র ৬ উইকেট নিয়েছেন রশিদ। তবে ধাওয়ান বিশ্বাস করেন, উপমহাদেশের পিচে ভালো করবেন রশিদ। তিনি বলেন, ‘রহস্যময় বোলিংয়ের কারণে চতুর্থ খেলোয়াড় হিসেবে থাকবেন রশিদ খান। আমি নিশ্চিত, সে (ভারতে) বিশাল প্রভাব রাখবে এবং অনেকগুলো উইকেট নেবে।’
৫/ কাগিসো রাবাদা- বিশ্বকাপ উপস্থিতি (২০১৯), ওয়ানডে বোলার র্যাঙ্কিং: ১৫
পঞ্চম খেলোয়াড় হিসেবে পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদিকে বেছে নেওয়ার প্রসঙ্গ উঠলেও ধাওয়ান বাছলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। বলেন, ‘শাহিনকে আমি নেব না কারণ, তাহলে বাঁহাতি পেসার দুজন হয়ে যাবে। তাই আমি রাবাদার পক্ষে। রাবাদা অতিরিক্ত গতি এবং বাউন্স দিতে পারে, যা ব্যাটারকে ভয় পাইয়ে দেয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।