ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’

ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক : অষ্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়েসর্টার্ন অস্ট্রেলিয়ার (ডব্লিউএ) দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এটাকে পঞ্চম ক্যাটাগরির ঝড় বলা হচ্ছে। গ্রীষ্মমণ্ডলীয় ভয়াবহ ঝড়টি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের উত্তরে পোর্ট হেডল্যান্ডে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়

ঝড়টির ব্যাপারে অস্ট্রেলিয়াজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ক্ষয়ক্ষতি এড়াতে ওই অঞ্চলের হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দিকে এগিয়ে আসছে। এটাকে গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ দ্য ব্যুরো অব মেটিওরলজি বলছে, ঝড়টি ‘খুবই ধ্বংসাত্মক’। এটা ঘণ্টায় ৩১৫ কিলোমিটার/১৯৫ মাইল বেগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বার্লি ও পিলবারা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

এছাড়া ডিপার্টমেন্ট অব ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় মানুষ ও ঘরবাড়ির জন্য হুমকি তৈরি করেছে। আমাদের সামনে বড় বিপদ এবং এর মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নেয়া দরকার। ’

এ অঞ্চলে অনেক আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এছাড়া এখানে রয়েছে আকরিক লোহার খনি, সোনার খনি এবং গবাদি পশুর খামার। আবহাওয়া বিভাগ বলছে, বাতাসের তীব্রতা এতো বেশি হবে যে এতে গাছপালা উপড়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে। এছাড়া আকস্মিক বন্যাও দেখা দিতে পারে।

পোর্ট হেডল্যান্ড এলাকার প্রায় ১৫ হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের সময় ঘরে দরজা ও জানালার কাছে না থাকার আহ্বানও জানানো হয়েছে।

শাহরুখের জনপ্রিয় গানে উদ্দাম ড্যান্স দিয়ে ভাইরাল অভিনেত্রী সন্দীপ্তা

ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়া রাজ্য সরকার রেড অ্যালার্ট জারি করে বলেছে, এখন আর ঘর থেকে বেরোনোর সময় নেই। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঘরেই অবস্থান করুন। অষ্ট্রেলিয়ার গবেষকরা বারবার সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারনে দেশটিতে দাবানল, বন্যা ও ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে তীব্র করে তুলেছে।