জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে এক গভীর নিম্নচাপ, যা রূপ নিতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে, মে মাসের শেষ দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’, যার নামকরণ করেছে শ্রীলঙ্কা।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে আরব সাগরে একটি নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে এবং অচিরেই বঙ্গোপসাগরেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুইটি মিলিতভাবে ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।
বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড় শক্তি ভারতের ওডিশা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।
ইতিমধ্যে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা। মহারাষ্ট্র ও গোয়ার উপকূল অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কঙ্কন উপকূলেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ২৩ ও ২৪ মে মুম্বাইতে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় ঘন্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। কৃষিজমি ও গবাদি পশুর ওপর ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে, যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরইমধ্যে দেশের তিনটি সমুদ্রবন্দরে (চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ বছরে মে মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার মধ্যে ছিল আমফান ও রিমালের মতো বিধ্বংসী ঝড়। বছর ঘুরে আবারও সেই মে মাসেই বঙ্গোপসাগর দিচ্ছে নতুন দুর্যোগের বার্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।