আম্বানিদের স্কুলই সবচেয়ে দামি স্কুল, এখানে শিক্ষকদের বেতন কত জানলে অবাক হবেন

আম্বানিদের স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি । তাঁর Reliance গ্রুপ এই মুহূর্তে দেশের একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে। আইপিএল (IPL)-এর ক্রিকেট টিম থেকে শুরু করে ফাইভ-জি টেকনোলজি, এই সব ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ করেছে আম্বানির সংস্থার।

আম্বানিদের স্কুল

কিন্তু শিক্ষা খাতেও যে বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির এই সংস্থা এই বিষয়ে অনেকেই অজ্ঞাত। আম্বানিদের নিজস্ব স্কুলে পড়েছেন বলিউডের সেলিব্রিটিদের ছেলেমেয়েদের থেকে শুরু করে প্রথম সারির বিজনেস ম্যানদের সন্তানরা। তবে দেশের এই দামি স্কুল অর্থাৎ আম্বানি স্কুলের শিক্ষকরা কত টাকা মাইনে পান জানেন?

এই স্কুলের নাম হল ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’। ২০০৩ সাল নাগাদ মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি স্বয়ং এই স্কুলের প্রতিষ্ঠা করেন। মুম্বাই শহরে অবস্থিত এই স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য প্রায় বিশ্ব মানের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

যেমন এই স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে শীত-তাপ নিয়ন্ত্রিত ৬০টি শ্রেণীকক্ষ। স্কুলের সব ঘরে রয়েছে সুপারফাস্ট ইন্টারনেটের সুব্যবস্থা। তাছাড়াও এই স্কুলে শুধু মাত্র‌ পড়াশোনা করানো হয় তা নয়, এর পাশাপাশি খেলাধুলা নাচ,গান ও নাটক ,ওপর দেওয়া হয় বিশেষ নজর।

সূত্র মারফত জানা গিয়েছে, এই স্কুলের শিক্ষকরাও নাকি মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। বছরে প্রায় ৩ লক্ষ থেকে ১৭ লক্ষ বেতন পান এখানকার শিক্ষক শিক্ষিকার একাংশ। এই স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত ‌রয়েছেন খোদ নীতা আম্বানির বোন মমতা দালাল।

ছবিটি জুম করে দেখুন, এটি আপনার মস্তিষ্ক নিয়ে খেলবে

তবে এই স্কুলে পড়াশোনার জন্য মোটা টাকার খরচ করতে হয় অভিভাবকদের। জানা গেছে, এখানে ICSE-বোর্ডের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১৫’৪০০ টাকা মাসিক ফি দিতে হয়। এই স্কুলেই পড়াশোনা করেছেন আম্বানি সন্তানরাও। প্রসঙ্গত, নীতা আম্বানি বিয়ের আগে নিজেও একজন স্কুলশিক্ষিকা ছিলেন।