জুমবাংলঅ ডেস্ক: ঢাকা: মহানগর দক্ষিণ ছাত্রলীগের সেক্রেটারি মো. জুবায়ের আহমেদকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) র্যাবের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে জুবায়ের সবুজবাগ থানায় পুলিশ হেফাজতে আছে। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. জুবায়ের আহমেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে র্যাব-৩। তখন তাকে ছাড়িয়ে আনতে ঘটনাস্থলে যান জুবায়ের ও তার নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা র্যাবের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। জুবায়ের ও নেতাকর্মীরা র্যাবের সঙ্গে খারাপ আচরণ করলে র্যাব তাকেও আটক করে নিয়ে যায়। এরপর মামলা দায়ের করে সবুজবাগ থানা পুলিশের কাছে জুবায়েরকে হস্তান্তর করে র্যাব।
যে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাকে করুণা ভিক্ষা দিয়েছি: প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।