বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দুই ওপেনার অ্যাডাম রশিংটন এবং মোহাম্মদ নাঈম শেখের ফিফটির সুবাদে সহজ জয় তুলে নেয় সাগরপাড়ের দলটি।

ম্যাচ শুরুতে ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে নেমে ১২২ রানে অলআউট হয়ে যায়। এর জবাবে চট্টগ্রাম ৪৪ বল বাকি থাকতেই ১০ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
১২৩ রানের সহজ টার্গেট তাড়ায় চট্টগ্রামের দুই ওপেনার রশিংটন ও নাঈম কোনো চাপ অনুভব করেননি। তারা প্রথমে কিছুটা সাবধানে খেললেও পরে ঢাকার বোলারদের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেন।
দুজনের ১২৩ রানের দারুণ জুটিতে চট্টগ্রামের জয় নিশ্চিত হয়। রশিংটন ৩৬ বলে ৬০ রান করেন, যেখানে ৯টি চার এবং ২টি ছক্কা ছিল। নাঈম ৪০ বলে ৫৬ রান করেন, তার ব্যাট থেকে ৭টি চার এবং ১টি ছক্কা আসে।
এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান ঢাকা ক্যাপিটালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান। চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম পাওয়ার প্লেতেই ঢাকা দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়ে দেয়।
সাইফ হাসান ১ রান এবং জুবাইদ আকবরী ২ রান করে আউট হন। এরপর, উসমান খান ২১ রান করেন। মিঠুন ৮, শামীম ৪, সাব্বির ৯, এবং ইমাদ ৯ রান করে আউট হন।
অষ্টম উইকেট জুটিতে সাইফউদ্দিন ও নাসির হোসেন ৪৮ রানের একটি কার্যকরী জুটি গড়েন, যার ফলে ঢাকা একশো রান পার করতে সক্ষম হয়। সাইফউদ্দিন ৩৩ রান করেন, এবং নাসির ১৭ রান করেন। তাসকিন ৫ রান এবং সালমান মির্জা ০ রান করে আউট হন।
চট্টগ্রামের সফলতম বোলার ছিলেন তানভীর ইসলাম। তিনি ৪ ওভার বল করে মাত্র ৮ রানে ৩ উইকেট নেন। শরিফুল ইসলামও ৩ উইকেট নেন, ১৮ রানের খরচে। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি এবং আমির জামাল একটি উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


