লাইফস্টাইল ডেস্ক : কুমিল্লায় ধনেপাতা চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে কুমিল্লার বরুড়ায় ধনেপাতা চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন কৃষকরা। অনেক কৃষক ধনেপাতা চাষের মাধ্যমে ফিরে পাচ্ছে আর্থিক সচ্ছলতা। উপজেলার হরিপুর, কালির বাজার এলাকার কৃষক ধনেপাতা চাষ করে সফলতা পেয়েছেন। উর্বর পলি মাটিতে ধনেপাতা চাষে বেশ সফলতা পাচ্ছে স্থানীয় কৃষকরা।
জানা যায়, ধনিয়ার পাতা মসলা বা খাদ্য সুগন্ধিকারক হিসেবে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। সাধারণত এর কাঁচা পাতা ব্যবহার হয়। শুকালে এর পাতার তীব্র সুগন্ধ নষ্ট হয় না। ধনিয়া যে শুধু রান্নাকে সুগন্ধময় ও সুস্বাদু করে তাই নয়, এর ভেষজ মূল্যও আছে। জ্বর, হাইপার টেনশন, অ্যাজমা, পাকস্থলীর জ্বালা পোড়া, কৃমি, সাপে কামড়ানো, ডায়রিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগের চিকিৎসায় ধনিয়া সফলভাবে ব্যবহার হয়ে আসছে।
কৃষক কামরুল বলেন, আমি ২০ শতক জায়গায় ধনে পাতা চাষ করেছি। ধনেপাতা চাষ অত্যন্ত লাভজনক, এটির চাষে ফল বেশ দ্রুতই পাওয়া যায়। বর্তমানে ধনে পাতার বাজার মূল্য প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা বলেও তিনি জানান। বরুড়ায় উৎপাদিত ধনেপাতা এখানকার হাট-বাজারের চাহিদা মিটিয়ে নগরীর বিভিন্ন হাট বাজারেও নিয়ে বিক্রি করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ধনেপাতা মানুষের নিত্য প্রয়োজনীয় এবং চাহিদাপূর্ণ একটি উপাদান। এটির চাষাবাদে প্রাথমিক অবস্থায় অতিরিক্ত বৃষ্টি ও পানি থেকে রক্ষা করলেই হয়। এ উপজেলার বিভিন্ন এলাকায় ধনেপাতা চাষে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।