ক্রিকেট ছেড়ে বলিউডের পথে ধোনি ও হার্দিক?

ধোনি ও হার্দিক

বিনোদন ডেস্ক : বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। ওই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছেন শুভমান গিল, কুলদীপ যাদবরা। গতবছরের শেষের দিকে শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ হেরে ফিরেছিল। ঘরের মাটিতে তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ হারের বদলা নিয়ে নিয়েছে ভারত।

ধোনি ও হার্দিক

এবার ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিনিয়র এবং নামই তারকারা এই সিরিজের ফের বিশ্রাম পাচ্ছেন। মূলত তরুণ তারকাদের দ্বারা গঠিত এই দল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সেই লক্ষ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাঁচিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আগামীকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দেখা করলেন ভারতের সফলতম ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সাথে।

তাদের সাক্ষাতের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনটা অবশ্য হওয়ারই ছিল। কারণ তাদের সাক্ষাতের প্রমাণস্বরূপ হার্দিক পান্ডিয়ার নিজের ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন তা একেবারেই সাধারণ নয়। সকলের বোঝার জন্য ছবিটি তুলে ধরা হলো প্রতিবেদনের সাথেই।

ছবিটা দেখা যাচ্ছে একটি পুরনো বাইকের সাথে সাইড কার যুক্ত করে তাতে চেপে বসেছেন ধোনি ও হার্দিক। একজনকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার বলে মানেন ভক্তরা। অপর জন্য বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ ফিনিশার বলে পরিচিত। দুজনের একসঙ্গে থাকার এই ছবি পোস্ট করে হার্দিক পান্ডিয়া লিখেছেন, “শোলে ২, কামিং সুন।”

সত্যিই তাদের এই ছবি দেখে বলিউডের দুই নক্ষত্র অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রর অভিনীত শোলে ছবির কথা মনে পড়ে যায়। সেখানেও এই জাতীয় একটি বাইকে করেই ছবির একটা অংশে রাস্তায় ঘুরে বেড়িয়ে ছিলেন দুই নায়ক। যদিও হার্দিক এবং ধোনির এই সখ্যতা বেশিদিন স্থায়ী হবে না। কিছুদিন পরেই আইপিএলের মঞ্চে নিজ নিজ দলের অধিনায়ক হিসেবে একে অপরের মুখোমুখি হবেন তারা। সেই মুহূর্তের জন্যও ভক্তরা অপেক্ষা করে রয়েছেন।

সাদা শাড়িতে ঝড় তুললেন অভিনেত্রী মনামী ঘোষ