স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রীড়াপুস্তক উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক, সংক্ষেপে উইজডেন। ‘ক্রিকেট বাইবেল’ নামেও সুপরিচিত এটি। আর সেই উইজডেনকে এবার অস্বীকার করল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সম্প্রতি ভারতের সর্বকালের টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়ে তা প্রকাশ করে উইজডেন। এমএস ধোনিকে সেই একাদশে রাখেনি তারা। উইজডেনের চোখে ধোনি ভারতের সেরা নন। আর উইজডেনের এমন কাণ্ড দেখে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
তাদের যুক্তি, ধোনির নেতৃত্বেই একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আর সেই ধোনিকে বাদ দিয়ে দল বানিয়ে ফেলল উইজডেন! এটা কি মানা যায়? ধোনিভক্তরা উইজডেনকেই বয়কট করতে চলেছেন এখন।
অনেকে আবার উইজডেনের তালিকা অস্বীকারও করেছে টুইটারে বিস্ফোরক মন্তব্য লিখছেন।
তাদের মতে, ট্রফির বিচারে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক এমএস ধোনি। ২০০৭ সালে তার অধিনায়কত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বযুদ্ধে চ্যাম্পিয়ন হয় ভারত। তাকে ছাড়া ক্রিকেটের খুদে ফরম্যাটে প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস লেখা সম্ভব হতো না।
Who should lead India's all-time T20I XI? 🤔#RohitSharma #ViratKohli #India #T20WorldCup #Cricket pic.twitter.com/Ii9rG7LV6w
— Wisden India (@WisdenIndia) October 13, 2022
অনেকের মতে, শুধু ট্রফি নয়, দক্ষতার বিচারেও সেরা একাদশে জায়গা পাওয়ার কথা ধোনির। অসাধারণ ক্যাপ্টেন্সির পাশাপাশি ফিনিশার হিসেবেও ধোনি দলকে ভরসা জুগিয়েছেন গোটা ক্যারিয়ারে।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়; ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জেতে ভারত ধোনির নেতৃত্বে। এর ঠিক দুই বছর পর ধোনির নেতৃত্বেই ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারত। এরপর থেকে এখনও পর্যন্ত আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত।
দেখে নিই উইজডেনের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা টি ২০ একাদশ— রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা ও আশিষ নেহরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।