বিনোদন ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার মাহি মাহেন্দ্র সিংহ ধোনির গাড়ি ও বাইকের প্রতি আকর্ষণ দুর্নিবার। তার গ্যারেজে বিভিন্ন ব্র্যান্ডের বাইক ও গাড়ি শোভা পায়। নিজেও চালান সেগুলো। সম্প্রতি ধোনি কিনেছেন ৩ কোটি দামের মার্সিডিজ গাড়ি। এটাই তার সংগ্রহে থাকা সবচেয়ে দামি গাড়ি।
ধোনি কিনেছেন মার্সিডিজি এএমজি জি৬৩ এসইউভি। ক্রিকেটের এই সাবেক অধিনায়কের গ্যারেজে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল শোভা পাচ্ছে। বিলাসবহুল এই গাড়ি লুকের থেকে বেশি নজর কাড়বে গাড়ির নম্বর প্লেট। ধোনির ভক্তদের কাছে খুবই স্পেশাল এই নম্বর। প্রাক্তন অধিনায়কের গ্যারাজে নবতম সংযোজন মার্সিডিজ জি ৬৩ মডেলের দাম ভারতীয় বাজারে ৩.৩ কোটি রুপি।
বাইশ গজের বাইরে তাকে সবথেকে বেশি দেখায় যায় বিভিন্ন ভিন্টেজ গাড়ি এবং মোটরসাইকেলের সঙ্গে। আদ্যোপান্ত একজন বাইকপ্রেমী মহেন্দ্র সিং ধোনি। তবে শুধু বাইক নয়, গ্যারাজে রয়েছে একাধিক দুর্দান্ত চার চাকাও। মাঝে মধ্যেই রাঁচির রাস্তায় তাকে বিভিন্ন ভিন্টেজ গাড়ির সঙ্গে দেখা যায়।
গ্যারাজে রয়েছে একাধিক এসইউভিও। তবে সম্প্রতি এই গাড়ি বহরে যোগ হলে মার্সিডিজের এসইউভি। বিশ্ব বাজারে ব্যাপক জনপ্রিয় মার্সিডিজের এই গাড়ি। যা ব্যবহার করেন বহু তারকারাও। তবে গাড়ির থেকে যে বিষয়টি সবথেকে বেশি নজর কাড়তে পারে তা হল চার চাকার নম্বর প্লেট।
মাহেন্দ্র সিং ধোনির নতুন গাড়ির নম্বর প্লেট ‘০০০৭’। এক সময় এই নম্বরের জার্সি পরেই মাঠে নামতেন ক্যাপ্টেন কুল। সেই জার্সি এখন আর দেখা না গেলেও, এটি ধোনির কাছে যে খুব প্রিয় একটি নম্বর তা বলার অপেক্ষা রাখে না। ধোনির পাশাপাশি এই নম্বর তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনান্দোর জার্সিতেও দেখা যায়।
এই গাড়িতে রয়েছে ৪ লিটার ভি৮ টুইন টার্বো ইঞ্জিন। যা সর্বোচ্চ ৫৭৭ হর্সপাওয়ার শক্তি এবং ৮৫০ এনএম টর্ক উত্পন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৯ স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশন। এই গাড়ি ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে সময় নেয় ৪.৫ সেকেন্ড। গাড়ির সর্বোচ্চ গতি ২২০ কিমি প্রতি ঘণ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।