স্পোর্টস ডেস্ক: মুকুটটা খুলে রেখেছেন। কিন্তু তিনিই যে ভারতীয় সমর্থকদের মনের রাজা সেটা বুঝিয়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেছেন। আর তার সঙ্গেই আইপিএলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন তিনি।
আইপিএলের ইতিহাসে সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন ধোনি। ৪০ বছর ২৬২ দিন বয়সে এই কীর্তি করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের দখলে ছিল। ২০১৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৯ বছর ৩৬২ দিনের মাথায় অর্ধশতরান করেছিলেন শচীন। সেই বছরই অবশ্য তাঁর রেকর্ড ভাঙেন দ্রাবিড়। ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৪০ বছর ১১৬ দিন বয়সে অর্ধশতরান করেন তিনি। এত দিনে সেই রেকর্ড ভাঙলেন ধোনি।
ধোনির ব্যাট থেকে আইপিএলে তিন বছর পরে অর্ধশতরান এল। শেষ বার ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কলকাতার বিরুদ্ধে ধোনি যখন খেলতে নামেন তখন দলের রান ছিল ৫ উইকেটে ৬১। সেখান থেকে দলের হাল ধরেন মাহি। প্রথম ১০ বলে মাত্র ২ রান ছিল তাঁর। কিন্তু শেষ তিন ওভারে সেই পুরনো ধোনির ঝলক দেখা যায়।
আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে চেন্নাই সুপার কিংস জানিয়ে দেয়, অধিনায়কত্ব ছাড়ছেন ধোনি। নতুন অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাডেজাকে। ব্যক্তিগত রেকর্ডের দিনে অবশ্য কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে ধোনির চেন্নাইকে।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।