‘ক্রিকেট জীবনে ধোনি আমার বাবার মতো’

মহেন্দ্র সিং

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটীয় দক্ষতায় মহেন্দ্র সিং অনন্য হয়েই থাকবেন। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের তৈরি করায়ও ধোনির ভূমিকা সমানভাবে উল্লেখযোগ্য। ২০০৭ সালে ভারতের অধিনায়ক হওয়ার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের এমন অবস্থানে পৌঁছানোর জন্য এই উইকেটকিপারের ভূমিকা কম নয়। শুধু জাতীয় দল নয়, আইপিএলেও একই কাজ করেছেন ধোনি। তার নেতৃত্বে ভারত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়া রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়নাদের মতো ক্রিকেটারদের বিশ্বখ্যাত ক্রিকেটার হিসেবে তৈরিতেও তার ভূমিকা কম নয়।

মহেন্দ্র সিং

ধোনি যে শুধু ভারতের ক্রিকেটারদের গড়ে উঠতে সাহায্য করেছেন এমন নয়। বিদেশি ক্রিকেটাররাও ধোনির ভূমিকায় নিজেদের আরও শাণিত করেছেন। তেমনই একজন চেন্নাই সুপার কিংসে খেলা শ্রীলংকার বাঁহাতি পেসার মাথিশা পাথিরানা। শ্রীলংকা ও চেন্নাইতে সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিতই খেলছেন এই তারকা। তবে পাথিরানাকে প্রথমে আবিষ্কার করেছেন এই ধোনিই।

ধোনির অবদান স্বীকার করেছেন পাথিরানাও। সম্প্রতি চেন্নাইয়ের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে পাথিরানা জানিয়েছেন, ধোনি তার ক্রিকেটজীবনে বাবার ভূমিকা পালন করেছেন। সবসময় তাকে সমর্থন করেছেন।

পাথিরানার ভাষ্য, ‘বাবার পরে আমার ক্রিকেট জীবনে তিনি (ধোনি) বাবার ভূমিকা পালন করেন। তিনি আমার যত্ন নেন এবং আমার কী করতে হবে সেই পরামর্শ দেন। আমি বাড়ি থাকলে আমার বাবা যেটি করেন। আমি মনে করি, এটাই যথেষ্ট।’

পাথিরানা আরও বলেন, ‘মাঠে কিংবা মাঠের বাইরে তিনি (ধোনি) আমাকে অনেক কিছু বলেন এমন না, কিন্তু যেই ছোট ছোট ব্যাপারগুলো বলেন সেটিই অনেক বড় পার্থক্য গড়ে দেয় এবং আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে। তিনি জানেন, কীভাবে খেলোয়াড়দের সামলাতে হয়। মাঠের বাইরে আমরা খুব বেশি কথা বলি না। কিন্তু যদি তার কাছ থেকে আমার কিছু জানতে হয়, তাহলে অবশ্যই আমি তার কাছে যাব এবং প্রশ্ন করব।’

বার্সার গরিবী হাল কাটাতে ৫ ইউরো করে দেবেন বার্সা সমর্থকেরা?

গত মৌসুমে চেন্নাইয়ের আইপিএল শিরোপা জেতার পথে বড় ভূমিকা ছিল পাথিরানার। ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এই বছরও এখনো পর্যন্ত বল হাতে দারুণ ফর্মে পাথিরানা। ৬ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।