আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নেওয়া এক কন্যাশিশুকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছে হাজার হাজার মানুষ। ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপেই জন্ম ওই শিশুর। ‘অলৌকিকভাবে’ বেঁচে যাওয়া শিশুটির নাম রাখা হয়েছে আয়া। ভূমিকম্পে তার বাবা, চার ভাইবোন ও এক খালাও মারা গেছেন।
আয়া বর্তমানে হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, সে এখন সুস্থ রয়েছে। এদিকে আয়াকে উদ্ধারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, এক লোক ধুলায় ঢাকা নবজাতকটিকে কোলে বহন করছে। তাকে জিন্দায়রিসের ওই ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়।
হাজার হাজার মানুষ এখন আয়াকে দত্তক নিতে চেয়েছেন। একজন বলেছেন, ‘আমি তাকে দত্তক নিতে চাই। তাকে একটি সুন্দর জীবন দিতে চাই।’ কুয়েতের একজন টিভি উপস্থাপক বলেছেন, ‘আমি শিশুটির যত্ন নিতে ও দত্তক নিতে প্রস্তুত…যদি আইনি প্রক্রিয়া আমাকে অনুমতি দেয়। ’
হাসপাতালের ব্যবস্থাপক খালিদ আত্তিয়াহ বলেছেন, তিনি সারাবিশ্ব থেকে কয়েক ডজন কল পেয়েছেন, যারা কি না শিশু আয়াকে দত্তক নিতে চান। চার মাস বয়সী কন্যা সন্তানের বাবা ডা. আত্তিয়া। তার স্ত্রী নিজের মেয়ের পাশাপাশি আয়াকেও বুকের দুধ খাওয়াচ্ছেন।
আত্তিয়া বলেন, ‘আমি এখন আয়াকে দত্তক নিতে দেবো না। যতক্ষণ না তার দূরের পরিবার ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে আমার নিজের মেয়ের মতোই আচরণ করছি।’ গত সপ্তাহের সোমবারের ভূমিকম্পে জিন্দায়রিসে প্রায় ৫০টি ভবন ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এর একটিতে থাকত নবজাতকটির পরিবার। জিন্দায়রিস সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি শহর, যেটি তুরস্ক সীমান্তে অবস্থিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।