বিনোদন ডেস্ক : বেশকিছু নতুন অনুষঙ্গ নিয়ে আসছে থরের পরবর্তী সিনেমা। নর্স পুরাণের বজ্র দেবতার সঙ্গে যুক্ত হচ্ছে অন্যান্য জগতের নানা মানুষ ও গল্প। টাইকা ওয়াইটিটি পরিচালিত সিনেমাটির টিজার থেকে বেশকিছু বিষয় আগ্রহী দর্শকের চোখে পড়বে।
গানস অ্যান্ড রোজেসের ‘সুইট চাইল্ড ও মাইন’ গানের মিউজিক দিয়ে শুরু হয় থর: লাভ অ্যান্ড থান্ডারের টিজার। গল্পটি অ্যাভেঞ্জার্স এন্ডগেমের পর থেকে শুরু হয়। থর এখানে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির সদস্যদের নিয়ে নতুন বাসভূমির সন্ধানে যাচ্ছেন। কৌতূহলোদ্দীপক বিষয় হলো থরকে আত্মানুসন্ধানের মধ্য দিয়ে যেতে দেখা যায়। থরের কণ্ঠে শোনা যায়, ‘এ হাত দুটো এক সময় যুদ্ধে ব্যবহূত হতো কিন্তু এখন শান্তির জন্য কাজ করবে।’
কিন্তু শান্তির আদৌ কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে সন্দেহ। অ্যাসগার্ডিয়ান এবং গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির সদস্যদের নিয়ে নতুন প্রতিকূলতার মুখে পড়ছেন থর। সিনেমার খলনায়ক সম্পর্কে কোনো ইঙ্গিত এ টিজারে ছিল না। তবে জিউসের একটা ক্লিপ আছে, যেখানে তার হাতে বজ্র দেখা যায়। কিন্তু রাসেল ক্রোর চেহারা দেখানো হয়নি। একইভাবে নেই ক্রিশ্চিয়ান বেলের গর দ্য গড বুচারের কোনো দৃশ্য।
কিন্তু পুরনো চরিত্রগুলোকে দেখা যাচ্ছে। সিনেমায় পিটার কুইলের চরিত্রে থাকছেন ক্রিস প্যাট, জিউসের চরিত্রে রাসেল ক্রো, ভ্যালকারিন হিসেবে টেসা থম্পসন। লোকি থাকছে কিনা সেটা এখনো রহস্য। বিরতি দিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরছেন নাটালি পোর্টম্যান। থরের নতুন সিনেমা থর: লাভ অ্যান্ড থান্ডারে তাকে দেখা যাচ্ছে। গল্পটিতে জেন ফস্টারকে ফিরিয়ে আনা হচ্ছে। ২০১১ সালে কেনেথ ব্রানা পরিচালিত থরে নাটালি এ চরিত্রটি করেছিলেন। পরবর্তী সিনেমাগুলোয় জেন ফস্টারের উপস্থিতি ছিল না। কিন্তু থর: লাভ অ্যান্ড থান্ডারে জেন ফস্টার শক্তিশালী এক চরিত্র হয়ে ফিরছে। টিজারের শেষ অংশে তাকে থরের মতো পোশাকে দেখা যায়। কেবল তা-ই নয়, থরের হাতুড়ি মিওনিয়া তুলে নেয় সে।
ছোট ছোট ইঙ্গিতে ভরা থরের টিজার। জিউসের চরিত্র যুক্ত করার মাধ্যমে গ্রিক পুরাণের সঙ্গে নর্স পুরাণের ফিউশন দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একটি দৃশ্যে সিলুয়েটে থরকে দেখে জটাধারী শিব বলে মনে হয়। সিনেমার একটি ধাপে থর সন্ন্যাসী, তবে শিবের সঙ্গে থরের এ মিলের মধ্য দিয়ে হয়তো আসন্ন প্রলয়েরই ইঙ্গিত দিলেন টাইকা ওয়াইকিকি। আগামী ৮ জুলাই মুক্তি পাচ্ছে প্রেম বা প্রলয়ের এ সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।