জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ১৪০ কেজি ওজনের একটি বোল পোয়া মাছ ধরা পড়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) সকালের দিকে ডেইলপাড়া পয়েন্টে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার জেলে আব্দুর রশিদ (৩৫) নিজের টানা জালে বোল পোয়া মাছটি ধরেন। সাড়ে তিন মণ ওজনের মাছটির দাম চেয়েছেন এক লাখ ৪০ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলম ওই দামেই মাছটি কিনে নেন।
জেলে আবদুর রশিদ জানান, সকালে সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। প্রথম দিকে কয়েক দফা চেষ্টা করেও একটি মাছও ধরা যায়নি। কিন্তু বাড়ি ফেরার আগ মুহূর্তে শেষ প্রচেষ্টায় বিশাল ওজনের মাছটি ধরা পড়ে।
তিনি আরো জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্ট মার্টিন জেটিঘাটে নেওয়া হয়। এ সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। মাছের ওজন ১৪০ কেজি। মাছের দাম চাওয়া হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল পোয়াটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি এক হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।