বিনোদন ডেস্ক : পাকিস্তানের একজন জনপ্রিয় টিকটকার ও ইউটিউবার হাসান আবিদ। সম্প্রতি তিনি আল্লাহ তায়ালার ভয়ে ও ইসলামী জীবনযাপনের লক্ষ্যে টিকটক-ইউটিউব চ্যানেল ডিলিট করে দিয়েছেন। লাখ লাখ ফলোয়ার সমৃদ্ধ নিজের টিকটক ও ইউটিউব জগত থেকে বিদায় নিয়েছেন।
রোববার জিও নিউজ জানায়, হাসান আবিদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভিডিওর কারণে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার প্রায় প্রতিটি ভিডিও ভাইরাল হতো। লাখ লাখ ভিউ হতো।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে নিজের ওয়ালে হাসান আবিদ একটি মোটিভেশনাল অডিও শেয়ার করেছেন। ক্যাপশনে ঘোষণা করেছেন, তিনি আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বাঁচতে টিকটক-ইউটিউব একাউন্ট ডিলিট করে দিয়েছেন।
তিনি লিখেছেন, হয়ত দর্শকরা ভাবতে পারেন, আমি হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু না, সিদ্ধান্ত হঠাৎ গ্রহণ করিনি। দীর্ঘদিন যাবত এসব নিয়ে ভেবেছি। আমার আশা, কারো কাছে আমার কোনো ভিডিও থাকলে দয়া করে ডিলিট করে দেবেন। আশা করি, সবাই আমার আবেদনে সাড়া দেবেন।
হাসান আবিদ নিজের পোস্টে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম পরিত্যাগ করছি এজন্য, আমি আপনাদের গান-বাজনা শোনানোর প্রধান কারণ হয়ে থাকি। আমি নিজে পাপ করি, সাথে আপনাদেরকেও পাপে লিপ্ত করি। ফলে আমার গুনাহের পাহাড় জমা হচ্ছে।
রূপের দিক থেকে শ্রাবন্তীকেও টেক্কা দেবে প্রাক্তন স্বামী কৃষ্ণের হবু স্ত্রী
হাসান আবিদ আরো বলেন, টিকটক ও ইউটিউব পরিত্যাগের এই সিদ্ধান্তে আমার কোনো আফসোস বা পিছুটান নেই। আশা করি, আপনারাও আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন। আমার জন্য দোয়া করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।