বিনোদন ডেস্ক : ধর্মে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘অভিনয় ও মিডিয়া ছাড়ছেন’ ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। সম্প্রতি এমন খবরই ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অভিনেতা জানালেন তিনি মিডিয়া ছাড়ছেন না।
তামিম মৃধা বলেন, ‘আমি কোথাও বলিনি অভিনয় ছাড়ব বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করব না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন।’
এদিকে শুক্রবার তামিমের বড় ভাই সাকিব এম তালহা তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’
প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, ‘আমার ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছেন। মানুষ সেটা প্রচার করছে।’
ঠাকুরগাঁওয়ের ইত্যাদিতে মির্জা ফখরুল, উঠে আসবে নানা অজানা বিষয়
তিনি আরো বলেন, ‘দ্য মেসেজ পডকাস্ট’ নামে আমি একটি পডকাস্ট চ্যানেল চালু করেছি। যেখানে ইসলামের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। ইয়ুথদের ঘিরে ইসলাম নিয়ে যে মিস কনসেপশন রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।