স্পোর্টস ডেস্ক : ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুতে ফেঁসে যাচ্ছেন নেপাল ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানে। এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন দেশটির সংখ্যালঘু এক তরুণী। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
নেপালের পুলিশ সদস্য টেক প্রাসাদ রাই গণমাধ্যমে জানিয়েছেন, ১৭ বছর বয়সী ওই তরুণী তার অভিভাবকদের উপস্থিতিতে গাউশালা পুলিশ সার্কেলে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
যদিও এখন পর্যন্ত ২২ বছর বয়সী লামিচানের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ক্রিকেটার বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে।
এদিকে কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের প্রধান ভরত বাহাদুর বোহরা জানিয়েছেন, লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সংখ্যালঘু ওই তরুণী।
এদিকে কাঠমান্ডু ভ্যালির পুলিশ কর্মকর্তা রবীন্দ্র প্রসাদ ধানুক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে লেখেন, এই ধরনের গুরুতর ঘটনায় পুলিশ বেশ সংবেদনশীল। আমরা ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষা করতে পাঠিয়েছি এবং তদন্ত শুরু করেছি।
নাম প্রকাশ না করা ওই তরুণী নিজের অভিযোগের বিষয়ে জানিয়েছেন, তিনি দেশটির সবচেয়ে বড় তারকা লামিচানের ভক্ত ছিলেন। সেই সুবাদে হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা হতো । একদিন লামিচানে নিজে থেকেই দেখা করার প্রস্তাব দেন তাকে।
এরপর তারকা ক্রিকেটারের সঙ্গে দেখাও করেন ওই তরুণী। দুজনে নেপালের ভক্তপুরে ঘুরতে যান। সেখানে তারা রাত পর্যন্ত থাকায় হোস্টেলে ফিরতে পারেননি ওই তরুণী। এরপর কাঠমান্ডুর পিঙ্গালাস্থানের একটি হোটেলে লামিচানের সঙ্গে থেকে যান। যদিও ওই তরুণী আলাদা রুমে থাকতে চান। তবে লামিচানে জোর করেই তাকে নিজের রুমে রাখেন এবং ধর্ষণ করেন।
পুরো ঘটনাটি নেপাল জাতীয় দলের কেনিয়াতে উড়াল দেওয়ার আগে ঘটেছিল বলে জানিয়েছে ওই তরুণী।
ফাঁসির মঞ্চ হতে মাকে লেখা ইরানী মেয়ে রেহানে জাবারির আবেগঘন শেষ চিঠি
২০১৮ সালে নেপাল জাতীয় দলে অভিষেক হওয়া লামিচানে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের হটকেক। এই লেগস্পিন তারকা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়ান। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল এবং বিগ ব্যাশ লিগের মতো বড় টুর্নামেন্টে খেলার মতো কীর্তি গড়েন লামিচানে। এ ছাড়াও বিপিএল, পিএসএল এবং সিপিএলের নিয়মিত মুখ এই লেগস্পিনার।
এই ক্রিকেটার এখন পর্যন্ত বিভিন্ন লিগে ২৩টির মতো দলে খেলেছেন। যার মধ্যে দিল্লি ক্যাপিটালস, হোবার্ট হারিকেনস, মেলবোর্ন স্টারস, লাহোর কালান্দার্স, সিলেট সিক্সার্সের মতো দলে রয়েছে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৪ ম্যাচ খেলে ১৫৪ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। এর পাশাপাশি বিশ্বজুড়ে খেলা টি-টোয়েন্টি ম্যাচে ১৯৩ উইকেট শিকার করেছেন লামিচানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।