আবির হোসেন সজল, লালমনিরহাট : দেশব্যাপী সংঘটিত ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মিশন মোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী ফেস্টুন, যাতে লেখা ছিল- ‘থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, মনে রেখো একদিন তুমি হবে কোন নারীর বাবা’, ‘মানবতা যখন আক্রান্ত, নীরবতা তখন অন্যায়’, ‘আমাদের বাঁচতে দাও, আমাদের গর্ভে তোমাদের জন্ম’ -এর মতো জোরালো বার্তা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “আমরা প্রতিদিন ধর্ষণের খবর শুনে আতঙ্কিত। এই অন্যায় বন্ধ না হলে আমরা সরকারের বিরুদ্ধেও আন্দোলনে যেতে পিছপা হবো না।”
তারা দ্রুত ধর্ষকদের বিচার নিশ্চিত করে কঠোর শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
আন্দোলনকারীরা বলেন, “আমরা শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকে এখানে দাঁড়িয়েছি। যদি ধর্ষণের বিচার নিশ্চিত না হয়, তাহলে আমরা আরও বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”
শিক্ষার্থীদের এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।