জুমবাংলা ডেস্ক : এখন হামেশাই বিভিন্ন প্রতিভাদের ভিডিও আমাদের সামনে আসে। কেউ গান গায় আবার কেউ করে নাচ। কেউ ভালো আবৃতি করে আবার কারোর ইচ্ছে আছে অভিনয়ের। সোশ্যাল মিডিয়া ঘর থেকে খুঁজে পৃথিবীর সামনে প্রতিভা নিয়ে হাজির হচ্ছে প্রচুর। তেমনই এবার এক ক্ষুদে ছেলেকে চলন্ত ট্রেনের মধ্যে ঢোল বাজিয়ে গান করতে দেখা গেল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল এক বাচ্চা ছেলে চলন্ত ট্রেনের সিটে বসে আছে। কাঁধে বাঁধা আছে ঢোল। সাথে সাথেই সে ‘বডিগার্ড’ সিনেমার ‘তেরি মেরি’ গান গেয়েছে। উসকো খুসকো চুলে, সাধারণ পোশাক পরে দেখা গেল ছেলেটিকে। বড়োজোর ৭ কি ৮ বছর বয়স হবে তার। কিন্তু এর মধ্যেই সুরের উপরে তার এমন দক্ষতা যেন বড় গায়কদেরও হার মানিয়েছে।
‘রামধনু’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল ২ বছর আগে। তবে ভিডিওটা পুরোনো হলেও ছেলেটির গান শুনলে সেসব মনে থাকবে না। অনেকেই লিখেছেন ‘এ যেন আর এক সহদেব।’ আবার অনেকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আপনি দেখুন এই দুর্দান্ত ভিডিও আর কেমন লাগলো তা অবশ্যই জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।