স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে যেকোনো বড় সমস্যায় দৃশ্যপটে হাজির হয়ে পথ দেখান সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সবশেষ তামিম ইকবালের অবসর-অবসর ভেঙে ফেরা নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায়ও মধ্যস্থতা করেছিলেন ম্যাশ। এবার ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে আবারও দৃশ্যপটে হাজির হয়েছেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেন মাশরাফী। বিসিবিতে প্রবেশের পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে ম্যাশকে কথা বলতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, তামিম-সাকিব ইস্যুতেই বিসিবিতে সাবেক এই অধিনায়ক। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকও করেছেন ম্যাশ। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও অজানা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে দুপুর সাড়ে তিনটা নাগাদ বিসিবি ভবন ছেড়ে যান মাশরাফী।
এদিকে মাশরাফী বিসিবি ছাড়লেও এখনও সেখানে আছেন পাপন।
জানা গেছে, আজই বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এর আগে, নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা সারবেন পাপন।
এর আগে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর তামিম জানিয়েছিলেন তিনি এখনও শতভাগ ফিট নন। যে কারণে পরের ম্যাচেই তাকে বিশ্রাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে খেলতে চান তামিম। বোর্ড সভাপতিকেও এই বিষয়ে জানিয়েছেন তিনি। এতেই আপত্তি জানিয়েছেন সাকিব। এমনটা হলে অধিনায়কত্বও নাকি ছাড়তে চান সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।