আন্তর্জাতিক ডেস্ক : ইউটিউবে সামাজিক-রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও বানিয়ে পরিচিতি ধ্রুব রাঠির। লাখ লাখ ফলোয়ার তার। একেকটি ভিডিও মুহূর্তে মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।
২৯ বছর বয়সী ধ্রুব বেড়াতে ভীষণ পছন্দ করেন। তবে সঙ্গে কখনই গ্রিন স্ক্রিন সঙ্গে নিতে ভোলেন না। যেখানেই সুযোগ পান, পেছনে গ্রিনস্ক্রিন খুলে ভিডিও বানিয়ে ফেলেন। মুহূর্তেই ভিডিও তৈরিতে তার জুড়ি নেই। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে ফলোয়ার সংখ্যা এক কোটির বেশি। ১০.৬ মিলিয়ন।
ধ্রুব’র আয়ও নেহাত কম নয়। তার মোট সম্পত্তির পরিমাণ ২৭ কোটি রুপি। প্রতি মাসে আয় প্রায় ৪৮ লাখ রুপি। ২০২৩ সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটাই তার সম্পত্তির পরিমাণ। খবর টিভি৯ বাংলার।
জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ধ্রব। প্রাথমিকভাবে তিনি ভুয়া খবরগুলো মজার ছলে তুলে ধরতেন। ২০১৩ সালে প্রথম নিজের চ্যানেল খোলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই রাজনীতির সমীকরণ নিয়ে কথা বলতে থাকেন এবং দ্রুত জনপ্রিয় হয়ে যান। বর্তমানে একাধিক চ্যানেল রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।