বিনোদন ডেস্ক : জনশূন্য এক শহর, যেখানে জমে আছে শত বছরের ধুলো-ময়লা। দাগ-ময়লা আর নোংরা কাপড়ে মানুষজনের অট্টহাসি, ভয়ে কুকড়ে যাওয়া মানুষ; এ যেন ময়লা-মলিনতার কাছে জিম্মি এক অসহায় শহর। এই শহরে আগমন ঘটে এক তরুণের। নেই ঢাল, নেই তলোয়ার। তার বাহন ঘোড়া, মাথায় হ্যাট, পোশাক সাদা। নাম তার মিঃ হোয়াইট!
তার যুদ্ধ ময়লা-মলিনতার বিরুদ্ধে। ফিরিয়ে আনতে চায় হারিয়ে যাওয়া উজ্জ্বলতা। সেই তরুণ তার জাদুকরী শক্তি দিয়ে সব ময়লা মলিনতা দূর করে বের করে আনে রঙিন এক শহর, মানুষের কাপড়ে ফিরে আসে উজ্জ্বলতা, মনে ফিরে আসে আনন্দ। গল্প বিজ্ঞাপনচিত্রের। আর সেখানে মডেল হয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে। আর এ নিয়ে হচ্ছে ইতিবাচক আলোচনাও। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের মডেল হয়েছেন নিশো।
এতে কাজ করার প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘এই টিভিসির গল্প বলার ধরন বেশ ইউনিক। কোনো ডিটারজেন্টকে যে এ রকম স্টাইলিস ওয়েতে পোট্রে করা যায় এটা আসলে এর আগে কখনও দেখা যায়নি।’
কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এর নেপথ্য কারিগর বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।