ধুমধাম আয়োজনে বিয়ে হলো দুই কুকুরের!

কুকুর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের হামিরপুর বিভাগে ধুমধাম আয়োজন করে বিয়ে দেওয়া হয়েছে দুটি পোষা কুকুরের। ভারতীয় গণমাধ্যম মিরর নাউ জানিয়েছে, পর্চ গ্রামের বাজরাঙ্গিবালি মন্দিরের পুরোহিত স্বামী অর্জুন দাস মহারাজ এবং মানেশ্বর বাবা শিব মন্দিরের পুরোহিত স্বামী দর্ক দাস মহারাজের দুই পোষা কুকুর ভুরি ও কাল্লুর বিয়ে দেওয়া হয়।

কুকুর

খবরে বলা হয়েছে, তাদের পোষা কুকুরের বিয়ের মাধ্যমে এই দুই পুরোহিত এখন একে অপরের সমান হয়েছেন। বিয়েতে কোনো কিছুর কমতি রাখা হয়নি। হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে দেওয়া হয়।

কুকুর বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। এ বিয়েতে জড়ো হয়েছিল আশপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের।

রেকর্ড দামে বিক্রি হচ্ছে দিনাজপুরের লিচু, চাহিদা তুঙ্গে

গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গহনা পরানোও হয়েছে কুকুর কনেকে। সামাজিক মাধ্যমে বিয়ের এই ভিডিও এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস, মিরর নাউ